মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

পোর্তোর বিপক্ষে চেলসির জয়

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০২, ৮ এপ্রিল ২০২১  
পোর্তোর বিপক্ষে চেলসির জয়

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ০৮): পোর্তোর বিপক্ষে বল নিজেদের দখলে রেখে দারুণ আক্রমণ সাজিয়ে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেলো চেলসি। ম্যাচে গোল দুটি করেন যথাক্রমে মেসন মাউন্ট এবং বেন চিলওয়েল।

বুধবার রাতে স্পেনের সেভিয়াতে শুরু থেকে বল দখলে আধিপত্য করে চেলসি। ৩২ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শটেই এগিয়ে যায় চেলসি। ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন মাউন্ট। আর মাউন্টের করা ওই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে লন্ডনের ক্লাবটি।

এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৮৪ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন বেন চিলওয়েল। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান এই ইংলিশ ডিফেন্ডার। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় চেলসির।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে এই দুই দল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়