মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

হামলার জেরে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করলো ফিফা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৬, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৪২, ৮ এপ্রিল ২০২১
হামলার জেরে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করলো ফিফা

ছবি: লোগো ফিফা ও পাকিস্তান ফুটবল ফেডারেশন

ঢাকা (এপ্রিল ০৭): তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারনে ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) আবারো স্থগিত করেছে ফুটবলের বিশ্ব পরিচালনা কমিটি। গত ২৭ মার্চ ফেডারেশনে হামলার ঘটনায় ফুটবলে বাইরের হস্তক্ষেপ হয়েছে বলে পাকিস্তানকে নিষিদ্ধ করলো ফিফা। 

বর্তমানে পিএফএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন মালিক। তিনি দাবি করেন, শনিবার (২৭ মার্চ) সাবেক সভাপতি তার কাছ থেকে ফেডারেশনের ব্যাংক আকাউন্টের কাগজ জোর করে বুঝে নিয়েছেন।

তিনি বলেন, আমি অফিসে ছিলাম। এই সময় বেশ কয়েকজন প্রবেশ করেন। যার নেতৃত্বে ছিলেন আশফাক হোসেন শাহ। জোর করে আমার কাছ থেকে সব ব্যাংকের তথ্যগুলো নিয়ে নেন।

২০১৮ সালে দেশটির সুপ্রিমকোর্টের দেখানো রূপরেখায় নির্বাচনে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি হন আশফাক হোসেন শাহ। যদিও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে নির্বাচিত সভাপতি হিসেবে মেনে নেয়নি।

২০১৫ সালে ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে ফিফার নিষেধাজ্ঞা পেতে হয়েছিল পাকিস্তানকে। শনিবারের ঘটনার পর আবারও নিষিদ্ধ করা হলো পাকিস্তান ফুটবল ফেডারেশনকে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়