বিসিবির সাথে চুক্তির মেয়াদ বাড়ছে ব্যাটিং ও বোলিং কোচের
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ঢাকা (এপ্রিল ০৭): সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের পরও চুক্তির মেয়াদ বাড়ছে ব্যাটিং কোচ জন লুইসের। চাকুরির মেয়াদ বাড়ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দলের পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকেরও।
চলতি মাসে শ্রীলংকা সফরকে সামনে রেখে ব্যাটিং কোচের মেয়াদ বাড়ানো হচ্ছে, সংবাদ্মাধ্যমকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সংবাদমাধ্যমকে সুজন বলেন, আমরা লুইসের সঙ্গে চুক্তিটা শ্রীলংকা সিরিজ পর্যন্ত বাড়িয়েছি যেহেতু পরপরই সিরিজটা হচ্ছে। এরপর আমরা সিদ্ধান্ত নেব যে, পরবর্তী পদক্ষেপ কী হবে।
অপরদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বছরে ১শ দিনের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন লঙ্কান কোচ চাম্পাকা রামানায়েক। সেটা এখন বাড়িয়ে নিচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসন।
আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবি থেকে জানানো হয়েছে।