সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

আইপিএলের ৮ মাঠকর্মী করোনায় আক্রান্ত, শঙ্কায় বিসিসিআই

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৬, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০৩, ৫ এপ্রিল ২০২১
আইপিএলের ৮ মাঠকর্মী করোনায় আক্রান্ত, শঙ্কায় বিসিসিআই

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ০৫): করোনা হানা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানের ৮ জন মাঠকর্মী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১৯ মাঠকর্মীর আরটি-পিসিআর টেস্ট করানো হয়। ২৬ মার্চ তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। এর পর ১ এপ্রিল আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে।

এমন খবরে অনুশীলন নিয়ে চিন্তায় পড়ে গেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের কর্মকর্তারাও।

আগামী ১০ এপ্রিল ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

অথচ মহারাষ্ট্রে করোনা যে হারে বাড়ছে, তাতে এসব ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

এরই মধ্যে ওয়াংখেড়ের ৮ মাঠকর্মীর করোনাক্রান্তের খবরে সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে আরও শঙ্কায় ফেলেছে আইপিএল কর্তৃপক্ষকে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে এ ধরনের খবর পাওয়া অবশ্যই চিন্তার। আমরা কোভিডবিধি পুরোপুরি মেনে চলছি। তবে এ খবর পাওয়ার পর সবাই কিছুটা চিন্তিত। আমরা যতটা সম্ভব সবদিকে নজর রাখার চেষ্টা করছি, যেন কোনো ফাঁক না থাকে।

তবে বিষয়টি সমাধানে এরই মধ্যে বিকল্প পদ্ধতি খুঁজছে বিসিসিআই বলেও জানানো হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়