সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফখর জামানের রেকর্ড ১৯৩ রান, তবুও হার পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫০, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৪৬, ৫ এপ্রিল ২০২১
ফখর জামানের রেকর্ড ১৯৩ রান, তবুও হার পাকিস্তানের

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ০৫): তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের দেয়া বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ফখর জামান করেন ১৯৩ রান. কিন্তু তার এই দুর্দান্ত ইনিংসটি দুর্ভাগ্যবশত পাকিস্তানের জয় এনে দিতে পারেনি। পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ১৭ রানে।

জোহানসবার্গে এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪১ রানেব বিশাল স্কোর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফিফটি হাঁকিয়েছেন চার ব্যাটসম্যান। ডি ককের ৮০, অধিনায়ক বাভুমার ৯২, ডুসেনের ৩৭ বলে ৬০ ও মিলারের ২৭ বলে ঝড়ো ফিফটিতে রানের পাহাড় গড়েন স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে একাই লড়ে যান কেবল ফখর জামান। শুরুতেই ওপেনার ইমাম উল হকের বিদায়ের পর দ্রুতই ফেরেন বাবর আজম ও রিজওয়ানরাও। একাই অসাধারণ ব্যাটিংয়ে শতক তুলে নিয়ে ডাবল শতকের দিকে এগুতে থাকেন ফখর। কিন্তু ১৯৩ রানে দূর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। তাতেই পাকিস্তানের ইনিংসও থামে ৯ উইকেটে ৩২৪ রানে।

এদিন ১৬ চার ও ১০ ছক্কায় ফখর জামানের করা ১৯৩ রান একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দ্বিতীয় ইনিংসে করা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। বাংলাদেশ বিপক্ষে ২০১১ সালে ১৮৫ রান করেন এই অজি তারকা। এছাড়া এম. এস. ধোনী ও বিরাট কোহলির ১৮৩ করে রান করার রেকর্ড আছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়