সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

হাসপাতালে ভর্তি শচীন টেন্ডুলকার

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৪, ২ এপ্রিল ২০২১  
হাসপাতালে ভর্তি শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার (ফাইল ছবি)

ঢাকা (০২ এপ্রিল): ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার প্রায় এক সপ্তাহ পর 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে' শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর ইউএনবি।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন ৪৭ বছর বয়সী টেন্ডুলকার। টুইটে তিনি লিখেছেন, 'আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভালো ও সুস্থ থাকবেন।'

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত শচীন টেন্ডুলকার ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তখন থেকেই তিনি মুম্বাইয়ের বাসায় হোম আইসোলেশনে ছিলেন।

তিনি ভারতের ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১০ম বার্ষিকীতে সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন। শচীন ২০১১ সালের ২ এপ্রিলের সেই বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি বলেন, 'আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।'

২০১৩ সালের অক্টোবরে ২০০ টেস্ট খেলার পর ক্রিকেট থেকে অবসর নেন শচীন। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় এই ব্যাটসম্যান দুবার অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেন।

ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৩০ হাজারেরও বেশী রানের অধিকারী শচীন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০ টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১০০টি আন্তর্জাতিক শতক করেছেন। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে তিনি ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেছেন। আর ২০০ টেস্টে করেছেন ১৫ হাজার ৯২১ রান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়