রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আইপিএল খেলতে ভারতে সাকিব

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৯, ২৭ মার্চ ২০২১   আপডেট: ০০:৪১, ২৮ মার্চ ২০২১
আইপিএল খেলতে ভারতে সাকিব

সাকিব আল হাসান (ফাইল ছবি)

ঢাকা (২৭ মার্চ): আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) টুর্নামেন্টে অংশ নিতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। গণমাধ্যমকর্মীদের এড়িয়ে শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ওয়াসিম খান গণমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেছেন।

ওয়াসিম খান জানান, সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে। তিনি যে আজই ভারতের উদ্দেশে দেশত্যাগ করবেন তা গণমাধ্যমকর্মীরাও জানতেন না। এমনকি আমিও আজ সকালেই জেনেছি। সকাল আটটায় সাকিব ফোন দিয়ে আমাকে বলেন, ‘বিমানবন্দরে চলে আসেন। আমি যাচ্ছি।’

উল্লেখ্য, গত সপ্তাহে ফেসবুক লাইভে বিসিবি ও দুই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়ে গিয়েছিলেন সাকিব। তার আইপিএলে অংশ নেওয়াও অনিশ্চয়তায় পড়েছিল। তবে শুক্রবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়।

বিসিবির পক্ষ থেকে ডিরেক্টর হায়দার আলী গণমাধ্যমকে জানান, সাকিবকে দেওয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন। তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ ওই সময়ে ঘরের মাঠে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে সাকিব খেলবেন।

আইপিএল খেলতে সাকিব ৪৮ দিনের ছুটি পেয়েছেন। আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদকে মোকাবিলা করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবারের আইপিএলের নিলামে পাঞ্জাব কিংসের সঙ্গে কাড়াকাড়ি করে সাকিবকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়