রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

নতুন স্পন্সরের খোঁজে দরপত্র আহ্বান বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১০, ১৯ মার্চ ২০২১  
নতুন স্পন্সরের খোঁজে দরপত্র আহ্বান বিসিবির

ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লোগো

ঢাকা (মার্চ ১৮): বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী দুই বছরের জন্য জাতীয় দলের টিম ও কিট স্পন্সরের দরপত্র আহ্বান করেছে। এ চুক্তির সময়কাল আগামী ৬ এপ্রিল থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে বিসিবি।

দলের কিট অংশীদার মালিকানা চুক্তির মেয়াদ একই হবে, তবে কিট স্পন্সরের ক্ষেত্রে আইসিসি এবং এসিসির ইভেন্টগুলি বাদ দিয়ে। কিট স্পন্সর মোট ছয়টি দলের- জাতীয় দলের ছেলে ও মেয়েদের, ‘এ’ দলের ছেলে ও মেয়েদের এবং অনূর্ধ্ব-১৯ দলের ছেলে ও মেয়েদের।

আবেদনকারী হতে যোগ্য দরদাতাদের ২০ এপ্রিল, ২০২১ এ দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে তামাক, অ্যালকোহল, জুয়া, অনলাইন বাজি সম্পর্কিত সংস্থাগুলি এই দরপত্রে অংশ নিতে পারবেন না।

বিসিবির আগের ইউনিলিভারের সাথে স্পন্সরশিপটি ৩১ জানুয়ারী, ২০২০ এ শেষ হয়েছিল। বর্তমানে ইভ্যালী সাময়িক ভাবে নিউজিল্যান্ড সিরিজের জন্য স্পন্সরশিপ পেয়েছে। তবে, এটির মেয়াদ সিরিজের সাথেই শেষ হয়ে যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়