রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

ছেলের বাবা হলেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২২, ১৬ মার্চ ২০২১   আপডেট: ২০:১৪, ১৬ মার্চ ২০২১
ছেলের বাবা হলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান (ফাইল ছবি)

ঢাকা (১৬ মার্চ): ছেলের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সোমবার (১৫ মার্চ স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। দুই মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব। নবজাতক এবং মা দুজনেই সুস্থ্য আছেন।

সাকিব আল হাসানের পরিবারের ঘনিষ্ঠসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর ইউএনবি।

সাকিব এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরেই আছেন। সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রী পাশে থাকার জন্যই তিনি বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি।

এই দম্পতির আগের দুই মেয়ের নাম আলায়না হাসান আবরি ও ইরাম আল হাসান। তারাও আমেরিকাতেই জন্মগ্রহণ করেছে।

১ জানুয়ারি সাকিব ঘোষণা দেন যে তিনি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। ২০২০ সালের অধিকাংশ সময় সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। আইসিসি ২ বছরের নিষেধাজ্ঞা আরোপ করার পরই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

গত বছর বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে বামহাতি এই অলরাউন্ডার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। চলতি বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ক্রিকেটার আন্তর্জাতিক খেলায় ফেরেন। সাকিব বর্তমানে ছুটিতে আছেন।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়