রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৯, ১৫ মার্চ ২০২১   আপডেট: ২০:৫৯, ১৫ মার্চ ২০২১
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা (ছবি – ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ফেসবুক পেজ)

ঢাকা (মার্চ ১৫): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও হেরেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান তুলেছিল সফরকারী দল। তাড়া করতে নেমে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৫ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাভোর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ভর করে জয় পায় উইন্ডিজরা। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ১০২ করে সুরাঙ্গা লাকমলের বলে আউট হোন। এছাড়া শাই হোপ ৬৪ ও অধিনায়ক কাইরন পোলার্ড অপরাজিত ৫৩ করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার টপঅর্ডাররা বড় স্কোর করতে না পারলেও অষ্টম ব্যাটসম্যান হারাসাঙ্গা ডি সিলভার অপরাজিত ৬০ বলে ৮০ রানের ইনিংস খেলেন। দলীয় ১৫১ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে ডি সিলভা ও বান্দারার জুটি থেকে আরো ১২৩ রান আসে। বান্দারা করেন অপরাজিত ৫৫ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে আকিল হোসেন তিনটি উইকেট নেন। ম্যাচ সেরা হন ড্যারেন ব্রাভো। আর সিরিজ সেরার পুরস্কার ওঠে শাই হোপের হাতে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়