রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

জানুয়ারিতে বিপিএলের অষ্টম আসর

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫০, ১৪ মার্চ ২০২১  
জানুয়ারিতে বিপিএলের অষ্টম আসর

বিপিএল। ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ মার্চ): এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসর হচ্ছে না। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকার কারণে আসরটি আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল সেক্রেটারি ইসমাইল হায়দার চৌধুরী

ঘরোয়া ক্রিকেটের ২০২১-২০২২ মৌসুমের সূচি ঘোষণা করেছে বিসিবি। সেখানে বিপিএলের জন্য কোন উইন্ডো রাখা হয়নি। বিপিএল ২০২২ সালের ১৪ জানুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের এ আসরটি ।

ইসমাইল হায়দার আরও জানান, বিপিএলের জন্য আমাদের সামনে কয়েকটি উইন্ডোর মধ্যে নভেম্বর একটি ছিল। তবে ওই সময়ে বাংলাদেশের, পাকিস্তানের সিরিজ আছে। আবার ডিসেম্বরে নিউজিল্যান্ড আসবে সিরিজ খেলতে বাংলাদেশে। তাই বিপিএল আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এছাড়া, চলতি বছর একের পর এক সিরিজ এবং টুর্নামেন্টের কারণে জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া লিগ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন না

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়