বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আইপিএলের ১৪তম আসরের নিলাম আজ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২১  
আইপিএলের ১৪তম আসরের নিলাম আজ

ছবি: সংগৃহীত

ঢাকা (১৮ ফেব্রুয়ারি): ইনডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪ তম আসরের নিলাম আজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া এ নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ৩। এছাড়া ডিজনি+হটস্টারে এর লাইভ স্ট্রিমিং করা হবে।

আইপিএলের এবারের নিলামে তালিকাভুক্ত রয়েছেন মোট ২৯২ জন খেলোয়ার। এর মধ্যে ১৬৪ জন ভারতের, বাকীরা বিদেশি। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরেই রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।  

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে। কোহলিরা স্কোয়াডে রেখেছে শুধু ১২ খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের ছেড়ে দিয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথকেই। আগামি মৌসুমে এ দলের নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়