মঙ্গলবার

৩০ ডিসেম্বর ২০২৫


১৬ পৌষ ১৪৩২,

১০ রজব ১৪৪৭

জিততে হলে রেকর্ড গড়তে হবে 

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১
জিততে হলে রেকর্ড গড়তে হবে 

ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ঢাকা (১৪ ফেব্রুয়ারি): ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে মধ্যাহ্নবিরতির পর হঠাৎ পাল্টে গেল দৃশ্যপট। পুরো  খেলাটাই এখন বাংলাদেশে অনুকূলে। দুই স্পিনার তাইজুল-নাঈমের ঘূর্ণিজাদুতে ২৯ বলে ৪ উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

আর এই ৪ উইকেটে রান আসে মাত্র ১৬। মাত্র ১১৭ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়ানরা। জয় পেতে ২৩১ রান করতে হবে বাংলাদেশের। চতুর্থ দিনের অর্ধেকটাসহ পঞ্চম দিনের পুরোটা এখনও বাকি। 

উইকেট ধরে খেললে অসম্ভবের কিছুই নয়। তবু রেকর্ড গড়ে জিততে হবে মুমিনুল বাহিনীকে। ভাঙতে হবে নিজেদের আগের রেকর্ড। 

বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ২১৭ রানের। রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২১৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে গড়া রেকর্ড ভাঙার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

তবে বিশ্লেষকরা বিষয়টি খানিকটা কঠিণ বলেই মনে করছেন। কারণ মিরপুর শেরেবাংলায় ২০৯ রানের বেশি  তাড়া করে জেতার নজির নেই একটিও। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ছুঁয়ে ম্যাচ জয় করে নেয় ইংল্যান্ড।  

অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে  জেতার রেকর্ড মাত্র ১০১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয় পেয়েছিলেন টাইগাররা। সে হিসেবে আজ ২৩১ রানের লক্ষ্য ছুঁতে পারলে সব রেকর্ডই ছাপিয়ে যাবে মুমিনুলের দল।

সে লক্ষ্যে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ।  ওয়ানডে মেজাজে খেলছেন তামিম। ২৯ বলে ২০ রান করে ফেলেছেন।  তবে দেখেশুনে খেলছেন সৌম্য। ২৩ বলে ৭ রানে অপরাজিত আছেন তিনি। আরও ২০১ রান করতে হবে বাংলাদেশকে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়