বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম টেস্টে চাপের মুখে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২২, ৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২৩:১০, ৭ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রাম টেস্টে চাপের মুখে টাইগাররা

প্রথম টেস্টের পঞ্চম দিনের একটি মূহুর্ত। ছবি: বিসিবি

ঢাকা (০৭ ফেব্রুয়ারি): চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনের বোলিং ব্যর্থতায় চাপে আছে বাংলাদেশ।

দিনের প্রথম দুই সেশন শেষে দুই অভিষিক্ত কাইল মায়ার্স ও এনক্রুমা বোনারের ব্যাটে নিজেদের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। তবে তৃতীয় সেশনের শুরুতে ৮৬ রান করা বোনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ২৯০ রান। উইকেটে ১২৭ রানে অপরাজিত মায়ার্স। জয়ের জন্য আর ১০৩ রান দরকার সফরকারীদের। অন্যদিকে টাইগারদের প্রয়োজন ছয় উইকেট।

এর আগে শনিবার টেস্টের চতুর্থ দিনে সফরকারীরা ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল।

শেষ দিনে এই ম্যাচটি জিততে সফরকারীদের প্রয়োজন ২৮৫ রান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়