বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

মোমিনুলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
মোমিনুলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট

শতকের পর মমিনুলের উল্লাস। ছবি: বিসিবি

ঢাকা (০৬ ফেব্রুয়ারি): অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরির মাধ্যমে চট্টগ্রাম টেস্ট জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। খবর বাসস।

৪১তম টেস্টে দশম সেঞ্চুরি জয় করেন মোমিনুল। তিনি ১৮২ বলে ১০টি চারে ১১৫ রান করেছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান করেছিলো বাংলাদেশ। শুক্রবার মোমিনুল ৩১ ও মুশফিকুর রহিম ১০ রান নিয়ে শেষ করেছিলেন।

আজ শনিবার ৮ রান যোগ করে ব্যক্তিগত ১৮ রানে থামেন মুশফিক। ১১২ বলে ৫টি চারে ৬৯ রান করেন লিটন দাস। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৭, তাইজুল ইসলাম ৩ রান করে ফেরেন। ১ রানে অপরাজিত থাকেন নাইম হাসান। তাইজুলের আউটের পরই ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল-জোমেল ওয়ারিকান ৩টি করে ও শানন গ্যাব্রিয়েল ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৯ রান করেছিল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়