বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২১
তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

ঢাকা (০৫ ফেব্রুয়ারি): চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ থেকে ২১৮ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। প্রথম ইনিংসে ১৭১ রানে এগিয়ে থাকায় মমিনুলদের লিড এখন ২১৮। তাদের হাতে রয়েছে আরো ৭টি উইকেট।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ওপেনার তামিম ইকবাল এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত কোনো রান করেই ফিরে যান। ইনিংসের দ্বিতীয় ওভারে রাহকিম কর্নওয়েলের শিকার হন তারা। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামকেও ফিরিয়ে দেন শ্যানন গ্যাব্রিয়েল।

চতুর্থ উইকেটে অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৪৭ রানে দিন শেষ করে। দুজন ক্রিজে অপরাজিত আছেন যথাক্রমে ৩১ ও ১০ রান নিয়ে।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের এক পর্যায়ে পাঁচ উইকেটে ছিল ২৫৩ রান। তবে শেষের ছয় রানে সফরকারী দল পাঁচটি উইকেট হারিয়ে ৯৬.১ ওভারে ২৫৯ রানে অলআউট হয়।

একদিন আগে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির পরে শুক্রবার মেহেদী হাসান মিরাজ নেন চার উইকেট।

অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ক্যারিবীয় দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন।

ষষ্ঠ উইকেটে ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা ৯৯ রানের জুটি গড়েন। সিলভা ৪২ এবং ব্ল্যাকউড ৬৮ রান করে করে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বাংলাদেশের পক্ষে মেহেদী ৫৮ রানে চারটি এবং মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান দুটি করে উইকেট নেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়