Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
দুই কোটি রুপির গেইল এবার নতুন উচ্চতায়

রোববার

১০ আগস্ট ২০২৫


২৬ শ্রাবণ ১৪৩২,

১৫ সফর ১৪৪৭

দুই কোটি রুপির গেইল এবার নতুন উচ্চতায়

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৮, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৪৯, ৩১ অক্টোবর ২০২০
দুই কোটি রুপির গেইল এবার নতুন উচ্চতায়

ক্রিস গেইল। ছবি: ফাইল ফটো

ঢাকা( ৩১ অক্টোবর):  টি-টোয়েন্টি ক্রিকেটের বস তিনি। ব্যাট হাতে রীতিমতো টর্নেডো বইয়ে দেন ক্রিস গেইল। তবে বয়সের সঙ্গে মূল্যটাও কমেছে তার। মাত্র ২ কোটি রুপি পারিশ্রমিকে খেলছেন এবার কিংস এলিভেন পাঞ্জাবে। হ্যাঁ মাত্র বলতে হচ্ছে। কারণ, ৫৬ কোটির রুপির বেশি যে ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগ থেকেই বেতন পেয়েছেন গেইল।

মূল্য কমলেও ম্যাজিক কমেনি। শুক্রবার ব্যাট হাতে তোলেন ঝড়। তারই এক পর্যায়ে এ ফরম্যাটের ক্রিকেটে এক হাজার ছক্কার অনন্য এক কীর্তি গড়েন এ বাঁহাতি। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমন রেকর্ড গড়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।  

রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুক্রবার গেইল হাঁকান ৮ ছক্কা। তাই ইনিংস শেষে টি-টোয়েন্টিতে তার ছক্কা দাঁড়ায় ১০০১টি। যারমধ্যে আইপিএলে ৩৪৯টি ছক্কা, যা এ টুর্নামেন্টে রেকর্ড।

ছক্কার রেকর্ডে গেইলের ধারেকাছে নেই কোন ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ কাইরান পোলার্ডের ছক্কাসংখ্যা ৬৯০টি। তৃতীয় সর্বোচ্চ ব্রেন্ডন ম্যাককালামের (৪৮৫)। এদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত গেইলের রান ১৩,৫৭২। এর মধ্যে প্রায় অর্ধেক রানই তার এসেছে ছক্কা থেকে।

কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে শুক্রবার গেইল খেলেন ৯৯ রানের বিধ্বংসী ইনিংস।  এমন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৮ ছক্কা ও ৬ চার। এজন্য তিনি খেলেন মাত্র ৬৩ বল।

বয়সটাও তো কম হয়নি গেইলে। তারপরও তার ব্যাটে একটুও ধার কমেনি। এ ব্যাপারে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এ ব্যাটসম্যান বলেন, ‘এক হাজার ছক্কা, আরেকটি রেকর্ড? শুধু ধন্যবাদ দিতে চাই। এই ৪১ বছর বয়সেও ভালো মারতে পারায় ধন্যবাদ জানাতে চাই। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছি আমি।’

সেই পরিশ্রমের পথ ধরেই এগিয়ে যেতে চান তিনি। সন্দেহ নেই ফর্ম ধরে রাখতে পারলে পরের আইপিএলে দুই কোটি রুপির বেশিই পারিশ্রমিক পেয়ে যাবেন উইন্ডিজের এই মহাতারকার!

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়