সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২৭, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:৪৪, ৩১ জানুয়ারি ২০২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে বাংলাদেশ। ফাইল ছবি

ঢাকা (৩০ জানুয়ারি): বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। শনিবার ঘোষিত এ দলে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পেস বোলার হাসান মাহমুদকে রাখা হয়েছে। খবর ইউএনবি।   

টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি ১১ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে।

১৮ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই সফরকারীদের স্বল্পরানে আটকে ফেলে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এর পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নেন টাইগারদের দুই বোলার।

আইসিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকায় চার নম্বরে জায়গা করে নেন ৬৯৪ রেটিং পাওয়া অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এর আগে তিনি ছিলেন ১৩ নম্বরে। আর ৬৫৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সেই সাথে সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে ৪২০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে চলে আসেন ১৩ নম্বরে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়