মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধু ম্যারাথন: রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক  || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৪, ১০ জানুয়ারি ২০২১  
বঙ্গবন্ধু ম্যারাথন: রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকা(০৯ জানুয়ারি): আগামীকাল দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশী দুইশ খেলোয়াড় এই ম্যারাথন দৌড়ে অংশ নেবেন। 

এজন্য রবিবার রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে শনিবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদিন ম্যারাথন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হবে। হাতিরঝিলে গিয়ে শেষ হবে। 

ঢাকা মহানগর কমিশনার মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারাথন দৌড় এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। 

নির্দেশনার মধ্যে রয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় শুরু হবে। এটি কাকলী, গুলশান ও গুলশান-১ হয়ে হাতিরঝিলে প্রবেশ করবে। ম্যারাথন দলটি  যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সেই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। 

এছাড়া রবিবার ভোররাত সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ম্যারাথন চলাকালীন সময়ে হাতিরঝিলের ভেতরে সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে। আগত দর্শনার্থীরা নিজ নিজ যানবাহন পার্কিংয়ের নির্দিষ্ট স।থানে রেখে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করবেন। 

সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়