রোববার

২৮ ডিসেম্বর ২০২৫


১৪ পৌষ ১৪৩২,

০৮ রজব ১৪৪৭

মাকে নিয়ে দেশে ফিরলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৯, ৩ জানুয়ারি ২০২১  
মাকে নিয়ে দেশে ফিরলেন সাকিব আল হাসান

ছবি: ফাইল ফটো

ঢাকা(০৩ জানুয়ারি): মা শিরিন রেজাকে সঙ্গে করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। রবিবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল ১০টায় হরযত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। 

গেল বছরের ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে ৮ নভেম্বর আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন সাকিব। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন সময়ে সাকিবের শশুড় অসুস্থ হয়ে পড়লে গত ১৫ ডিসেম্বর সকালে তিনি পুনরায় আমেরিকায় ফিরে যান। আর বিমানে উঠার পর শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন সাকিব।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ১৭ দিন পর সাকিব দেশে ফিরলেন। গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্ম হয়। প্রিয় নাতিকে দেখতে আমেরিকায় যান সাকিবের মা শিরিন। 

আগামী ১০ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ওই দিনই উইন্ডিজ দল ঢাকায় পা রাখবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়