সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৬, ২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩৩, ২ জানুয়ারি ২০২১
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব

ফাইল ছবি

ঢাকা (২ জানয়ারি): তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন বছরের শুরু তিনি নিজেই এ খুশির খবর জানিয়েছেন।

নতুন বছরের প্রথম দিন একাধিক ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন। শুক্রবার রাত দুটার সময় স্ত্রীর স্ফীত পেটে চুমু খাওয়া ছবি পোস্ট করে সাকিব ক্যাপশনে লেখেন, ‘শুরু, নতুন সংযোজন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।’

এখন পর্যন্ত সাকিবের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ৭০,৫০০ লাইক এবং ১,০৭২ টি মন্তব্য করা হয়েছে। আর ফেসবুকে পোস্ট করা ছবিতে ৩,০০,০০০ লাইক এবং ৩০,০০০ মন্তব্য পড়েছে।
 
সাকিবের স্ত্রী শিশিরও ছবিটি শেয়ার করেন। ইনস্টাগ্রাম, ফেইসবুকে চোখের পলকে ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিতে অধিকাংশ মানুষ সাকিবকে অভিনন্দন জানাতে থাকেন। তবে অনেকে বলেন, এটি পুরোনোও হতে পারে!

সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় দ্বিতীয় সন্তান ইরাম।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়