শনিবার

২৭ ডিসেম্বর ২০২৫


১৩ পৌষ ১৪৩২,

০৭ রজব ১৪৪৭

শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করলো জাতি

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১২, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:১৪, ১৪ ডিসেম্বর ২০২০
শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করলো জাতি

শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করলো জাতি

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা । পরে তাদের মৃতদেহ মিরপুর, রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে পাওয়া যায়।পরবর্তীতে ওই স্থান গুলোই বধ্যভূমি নামে পরিচিতি পায়। স্বাধীনতা যুদ্ধের পরে সরকারি দল, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ আজকের এই দিনে শহীদ বীরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের স্বরণ করা হয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার দলের নেতা কর্মীদের নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান

 শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন কর্মজীবী

মুক্তিযোদ্ধারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়

রায়ের বাজার বধ্যভূমিতে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন এ শিশুটি

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়