লকডাউনের দ্বিতীয় দিন: ছবিতে কাওরানবাজারের চিত্র
সজল সাইখ || বিজনেস ইনসাইডার
লকডাউনের দ্বিতীয় দিন: ছবিতে কাওরানবাজারের চিত্র। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৪ জুলাই): রাজধানী ঢাকার অন্যতম পাইকারি ও খুচরা বাজার কারওয়ানবাজার। ভোর থেকে রাত অবধি হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বাজার। সব শ্রেণী-পেশার মানুষ এখানে বাজার করতে আসে। কিন্তু সরকারের দেওয়া চলমান বিধি-নিষেধের মধ্যে কারওয়ানবাজার ফাঁকা।
লকডাউনের দ্বিতীয় দিনে কারওয়ানবাজার ঘুরে দেখা যায় বর্তমানে হাতে গোনা কয়েকজন মানুষ সেখানে বাজার করছেন। আগের সেই চিরচেনা চিত্র এখন চোখে পড়ছে না। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর কষাকষি নেই। নেই রিকশার জটলা, গাড়ির হর্ন, কুলিদের খুব একটা চোখে পড়ছে না। শোনা যাচ্ছে না বিক্রেতাদের উচ্চস্বরে পণ্যের দাম হাঁকানো। সম্পূর্ণ ভিন্ন চিত্র রাজধানীর অন্যতম বড় পাইকারি ও খুচরা বাজারের। ছবিতে দেখুন—
































