জিরো পয়েন্টে পুলিশের তল্লাশি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

জিরো পয়েন্টে পুলিশের তল্লাশি । ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২০ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকী। জরুরি প্রয়োজন ও মুভমেন্ট পাস ছাড়া কেউ বের হলে পুলিশ চেক পোষ্টে গাড়ি থামিয়ে যাত্রীদের বের হবার কারণ জিজ্ঞাসা করছেন। এছাড়া পুলিশের বিভিন্ন চেক পোষ্টে জরিমানাও করা হচ্ছে।
গুলিস্থান জিরো পয়েন্ট থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।