লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৫ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউ’ শুরু হয়েছে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে প্রধান সড়ক, হাটবাজার ও অলি-গলিতে মানুষের চলাচল বেড়েছে এবং পুলিশের তৎপরতাও কিছুটা কম দেখা যায়। রাজধানীতে দোকানপাটসহ, শপিংমল বন্ধ থাকলেও রাস্তায় সাধারণ মানুষের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, শনির আখড়া, ইত্তেফাক মোড় থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।