মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৫, ১৫ এপ্রিল ২০২১  
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম শুরু

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম শুরু। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৫ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টা ব্যাংক খোলা থাকবে। তবে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। 

বৃহস্পতিবার মতিঝিলের সোনালী ব্যাংকে দেখা যায় সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে আর্থিক লেনদেন চলছে। তবে গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এছাড়া ব্যাংকের কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে দেখা যায়। মতিঝিলের সোনালী ব্যাংক থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

 

স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৯টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু

লকডাউনে ব্যাংকে ছিল না গ্রাহকদের কোনো ভিড়

স্বাস্থ্যবিধি মেনেই চলছে লেনদেন

অনেককে মাস্ক না পরেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়

নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে ব্যাংকিং কার্যক্রম

লকডাউনে গ্রাহক কম থাকায় অলস সময় পার করছেন কর্মকর্তারা

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়