ফেরিঘাটে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৩ এপ্রিল): করোনাভাইরাসের চলমান পরিস্থিতির কারণে বুধবার থেকে ‘সর্বাত্মক লকডাউন' ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। সরকারের নির্দেশনা মতে দূরপাল্লার বাস বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল দিয়ে ফেরিঘাটে পৌঁছানোর পরে ইঞ্জিন চালিত নৌকা এবং ফেরী দিয়ে নদী পার হচ্ছেন। এতে মাওয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের উপচে পরা ভিড়সহ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।