গণপরিবহণ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

গণপরিবহণ চলাচল শুরু। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৭ এপ্রিল): দুইদিন বন্ধ থাকার পর লকডাউনেও গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল থেকে অর্ধেক যাত্রী ও বর্ধিত ভাড়া নিয়ে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহন চলছে। ফলে কর্মস্থলগামী মানুষের যাতায়াতে ভোগান্তি কিছুটা কমেছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। রাজধানীর শাহবাগ, মতিঝিল এলাকা থেকে ছবি গুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।