রাজধানীতে অফিসগামী যাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

রাজধানীতে অফিসগামী যাত্রীদের বিক্ষোভ। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৫ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে দেশে আবার লকডাউন দেয়া হলেও মহাসড়কে দেখা যায় অফিসগামী যাত্রীদের উপচে পরা ভিড়। তবে অফিস আদালত খোলা থাকায় এবং গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞায় অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। গণপরিবহন না পেয়ে মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন অফিসগামী যাত্রীরা। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের একপাশে প্রায় এক কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়।