শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

মাছের পাইকারি বাজার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২৯, ১০ মার্চ ২০২১  
মাছের পাইকারি বাজার

কাওরান বাজারে পাইকারি মাছের বাজার। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৯ মার্চ): কাওরান বাজারে পাইকারি মাছের বাজার। প্রতি মাঝরাত থেকে বসে এ পাইকারি মাছের বাজার চলে সকাল ৭ টা পর্যন্ত। দেদারসে হয় বেচাবিক্রি। এ বাজারের বিভিন্ন আড়তে মাছ আসে দেশের বিভিন্ন জেলা থেকে। এখানে রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায়। এই ঐতিহ্যবাহী পাইকারি বাজার থেকে ঢাকার বিভিন্ন খুচরা ব্যবসায়ীসহ মাছ কেনেন ক্রেতারা, দামও রয়েছে নাগালের মধ্যে।

কাওরান বাজারে মাঝ রাতেই শুরু হয় বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে আসা জেলেদের আনাগোনা

মাঝ রাতে শুরু হওয়া পাইকারি মাছের বাজারে বেচাকেনা চলে সকাল ৭টা পর্যন্ত

পাইকারি বাজারে দেখা মেলে নদীর বড় বড় বোয়াল মাছ

বিক্রির জন্য টেবিলে মাছ সাজিয়ে রেখেছেন পাইকারি বিক্রেতারা

পছন্দের মাছ কিনতে বিক্রেতার সঙ্গে চলছে দরদাম

মাছের পাইকারি বাজারের পাশেই রয়েছে বড় মাছ কেটে নেওয়ার ব্যবস্থা। এর মাধ্যমেও অনেকে পাচ্ছেন দু পয়সা উপার্জণের সুযোগ

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়