বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজধানীর পাশেই গোলাপ গ্রাম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৯, ২ ফেব্রুয়ারি ২০২১  
রাজধানীর পাশেই গোলাপ গ্রাম

ছবি: শাদমান আল আরবী

ঢাকার অদূরেই সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে সাদুল্ল্যাহপুরে চোখজুড়ানো গোলাপ গ্রামের অবস্থান। পুরো গ্রাম জুড়ে রাস্তার পাশ ধরেই একের পর এক গোলাপ বাগান। ঢাকার শাহবাগ ও অন্যান্য জায়গার ফুলের দোকানের অধিকাংশ গোলাপই এই গ্রামের।এরই মধ্যে গ্রামটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

এই গ্রাম দেখতে প্রতিনিয়তই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। গোলাপ গ্রাম ঘুরে স্থির চিত্র তুলেছেন শাদমান আল আরবী।

বাগান থেকে ফুল তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এক কিশোর।

এক শিশু বাগান থেকে ফুল তুলছে।

দর্শনার্থীরা ভীর জমাচ্ছেন গোলাপ গ্রামের ফুল দোকানে।

গোলাপ বাগানে ঘুরতে আসা পর্যটকদের একাংশ।

গোলাপ গ্রামে ঘুরতে আসা এক তরুণী ছবি তুলছেন।

দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্থানীয়ভাবে গড়ে উঠেছে ফুলের দোকান

মাস্ক পড়েই গোলাপ বাগান ঘুরে দেখছেন দুই তরুণী।

ফুলের রাজ্যে প্রিয়জনকে ক্যামেরাবন্দী করছেন এক দর্শনার্থী

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়