বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:২৮, ১৫ জানুয়ারি ২০২১   আপডেট: ০৩:৪৭, ১৫ জানুয়ারি ২০২১
সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(১৪ জানুয়ারি): সাকরাইন পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর বাংলা পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। প্রতিবারের মত এবারো পালিত হচ্ছে সাকরাইন।

বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার আকাশ ছেঁয়ে যায় নানা রঙ ও ঢঙের ঘুড়িতে। আর সন্ধ্যা নামতেই আকাশজুড়ে ছিল আতসবাজি, ফানুশ ও আলোর ঝলকানি। সন্ধ্যার ঠিক পরেই শুরু হয় কেরোসিন মুখে নিয়ে আগুনের লেলিহান খেলা। আগুন মুখে নিয়ে এ খেলা বিপদজনক হলেও বেশ ঘটা করেই পালন হয় এই উৎসবটি।

বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দে মেতে উঠেছে তরুণ তরুণীরা

বাড়ির ছাদে ছোট বড় সবাই মিলে ঘুরি ওড়াচ্ছে

সন্ধ্যার পর পুরো পুড়ান ঢাকা আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠে

সাকরাইন উৎসবকে কেন্দ্র করে আকদল তরুণ বাড়ির ছাদে আনন্দে মেতে উঠেছে

পুড়ান ঢাকার প্রতিটি বাড়ির ছাদ ছিল ছোট বড় সবার ঘুরি উড়ানোর প্রতিযোগিতা

সাকরাইন উৎসবে এক তরুণ ঘুরি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়