সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুলবাড়িয়া সুপার মার্কেটে ২য় দিনের উচ্ছেদ অভিযান

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪০, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ০১:২১, ১০ ডিসেম্বর ২০২০
ফুলবাড়িয়া সুপার মার্কেটে ২য় দিনের উচ্ছেদ অভিযান

ছবি : ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান (বিজনেস ইনসাইডার)

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ আজ বুধবার ২য় দিনের মতো নকশা বহির্ভূত ও অবৈধভাবে নির্মিত অংশ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ।

গতকাল মঙ্গলবার অভিযানের প্রথমদিনে প্রায় ২৫০টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা বাধা দিলে, একপর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় ব্যবসায়ীদের।

আজও ব্যবসায়ীদের সকল বাধা উপেক্ষা করে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর সোয়া ১২টায় দ্বিতীয় দিনের মতো এই অভিযান শুরু হয়।

মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার আহবান জানানো হচ্ছে

উচ্ছেদকৃত দোকান থেকে মালামাল সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা

উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড় সরিয়ে দিচ্ছে পুলিশ

বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হচ্ছে নকশা বহির্ভূত দোকান

ভাঙা হচ্ছে অবৈধ দোকান। বাধা রুখতে সতর্ক অবস্থানে পুলিশ

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়