শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৫, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ০২:১৭, ৪ ডিসেম্বর ২০২০
ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প

ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প

ঢাকার ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প এক সময় ছিল বিশ্বনন্দিত। কারিগরের কাজের জৌলুসের আলোতে ঝলমল করত উপজেলার পথ-প্রান্তর। সে সময় ৩৩টি গ্রামে দু’শতাধিক কাঁসা, তামা, পিতলের কারখানা ছিল। সময়ের পরিবর্তনে দেশে কাচ,মেলামাইন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় বিলুপ্ত হতে বসেছে কাঁসাশিল্প। ১৪-১৫ বছরে আমদানি করা কাঁচামালের বিভিন্ন উপকরণের দাম বেড়েছে প্রায় তিনগুণ। বাধা পেরিয়ে পৈতৃক পেশাটি আঁকড়ে আছেন কিছু অদম্য মানুষ। ছবিগুলো তুলেছেন আমাদের আলোকচিত্রী এইচ রহমান।

 

ঘোড়ার প্রতিকৃতি বানানো হয়ে গেছে, চলছে শেষ মুহুর্তের ঘসামাজার কাজ

আলাদা ভাবে তৈরি ঘোড়ার বিভিন্ন অংশ ঝালাইয়ের কাজ করছেন এক কারিগরদাঁড়িয়ে থেকে অন্যান্য কারিগরদের কাজের নির্দেশনা দিচ্ছেন প্রধান কারিগর

ঘোড়ার নানা অংশ জোড়া দেয়া শেষে ঘোড়ার খুটিয়ে দেখছেন প্রধান কারিগর

কাঁসা ও তামার তৈরি নানান পণ্য সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য

কাঁসার তৈরি দাবার গুটি

কাঁসার তৈরি বিভিন্ন শিল্প কর্ম ও দেব দেবী

কাঁসার তৈরি বিভিন্ন মূর্তি ও ধর্মীয় জিনিসপত্র

তামার তৈরি গাভী ও কাঁসার কৃষ্ণ মূর্তি

 

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়