মার্কেট খুললেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
মার্কেট খুললেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৫ এপ্রিল): রাজধানী ঢাকাসহ সারাদেশের দোকানপাট ও শপিং মলসহ সব ধরনের মার্কেট খুলে দেওয়া হয়েছে। রবিবার বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায়, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। নিউ মার্কেট এলাকায় দেখা যায় ক্রেতাদের উপচে পরা ভিড়। তবে স্বাস্থ্যবিধি ও শর্ত পুরোপুরি মানতে কোথাও কোথাও অবহেলা বা অনীহা দেখা গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ঈদের কেনাকাটা করছেন। অপরদিকে রাস্তায় যানবাহন বেড়েছে। ফলে করোনাভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ছে।



























