রানা প্লাজায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
রানা প্লাজায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৪ এপ্রিল): সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি। ২০১৩ সালের এই দিনে ঘটে যাওয়া চরম বেদনার্ত ঘটনাটি বিশ্বের অন্যতম বড় শ্রমিক দুর্ঘটনা। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শ্রমিকরা এখনো ভুলতে পারেনি হারিয়ে যাওয়া প্রিয় স্বজনদের। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও এখনো রানা প্লাজার মালিকের শাস্তি হয়নি। তাই রানা প্লাজার হত্যাকাণ্ডে নিহতদের স্বজনরা প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ সব মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানান।

























