অর্থ সংকটে মাস্ক বিক্রি করছেন নাজমা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
অর্থ সংকটে মাস্ক বিক্রি করছেন নাজমা। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২২ এপ্রিল): নাজমা বেগম (৩৫) চলমান সর্বাত্মক লকডাউনের কারণে আর্থিক সংকটে পড়ে যায়। তিন সন্তানসহ স্বামীকে নিয়ে রাজধানীর মৌচাক এলাকায় বাস করেন। তার স্বামী একজন দিন মজুর। করোনাভাইরাসের কারণে সরকারের দেওয়া সর্বাত্মক লকডাউনে তার কোন কাজ নেই। ফলে সন্তানদের নিয়ে কষ্টে দিনযাপন করছেন। তাই তিন বছরের ছোট মেয়ে দোলনকে নিয়ে মিন্টু রোডের একপাশে বসে মাস্ক বিক্রি করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনে ১৫০ টাকা, আবার কোন দিন ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি হয়। তা দিয়েই কোন মতে দু'বেলা দুমুঠো ভাত তিন সন্তানের মুখে উঠে। আমাদের আলোকচিত্রী তার ছবি তুলতে চাইলে ছল ছল চোখে নাজমা বলে উঠে ছবি তুলে আমার লাভ কি, পারলে দুটি মাস্ক কিনেন।



























