ডিএনসিসি হাসপাতালে করোনা রোগীর ভিড়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ডিএনসিসি হাসপাতালে করোনা রোগীর ভিড়। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২১ এপ্রিল): রাজধানীর মহাখালীতে চালু করা হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল। এটি দেশের বৃহৎ করোনা হাসপাতাল। দেশের বিভিন্ন এলাকা থেকে করোনা আক্রান্ত রোগী আসছে। হাসপাতালটি উদ্বোধনের পর থেকেই উন্নত চিকিৎসার জন্য করোনা রোগীর চাপ বাড়ছে। ছয়তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের এই হাসপাতালটি আর্ম ফোর্সেস ডিভিশনের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সার্বিক সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।