বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ডিএমসিতে করোনা রোগীর চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫১, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২২, ১৯ এপ্রিল ২০২১
ডিএমসিতে করোনা রোগীর চাপ বাড়ছে

ডিএমসিতে করোনা রোগীর চাপ বাড়ছে । ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১৯ এপ্রিল): দেশে দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি, বেসরকারি হাসপাতালগুলোতে বেড ফাঁকা  নেই। রোগীর চাপে ঢাকার হাসপাতালগুলো বেসামাল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন জেলা বা উপজেলা থেকে রোগীরা ভাল চিকিৎসার জন্য ঢাকায় আসছে। কিন্তু হাসপাতালে কোনো বেড না পেয়ে অনেক রোগীদের অপেক্ষা করতে দেখা যায়। আবার অনেক রোগীরা অ্যাম্বুলেন্সে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারছেন না। পাশাপাশি করোনা রোগীর চাপে অন্যান্য জটিল অসুখের রোগীদের পরতে হচ্ছে নানা সমস্যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন দিয়ে অন্য হাসপাতালে ভর্তির জন্য নেয়া হচ্ছে

হাসপাতালের বাহিরেই করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন দেয়া হচ্ছে

মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়ে অন্য হাসপাতালে নেয়া হচ্ছে অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির জন্য আনা হয়েছে

মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তি করতে না পেরে অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে

হাসপাতালে রোগীকে ভর্তি করতে বাহিরে অপেক্ষা

প্রিয়জনকে নিয়ে ঢাকার বাহির থেকে এসে হাসপাতালে মিলছে না কোনো বেড

ছোট শিশুকে নিয়ে এসেছেন উন্নত চিকিৎসার আশায়, বেড না পেয়ে চোখে হতাশার ছাপ

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়