রসালো তরমুজে বাজার সয়লাব
|| বিজনেস ইনসাইডার
রসালো তরমুজে বাজার সয়লাব। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৮ এপ্রিল): গরমে উপাদেয় ও প্রশান্তির ফল তরমুজ। গ্রীষ্মে তরমুজের চাহিদা অনেক বেশি থাকায় দেশের বিভিন্ন জেলায় তরমুজ চাষ করা হয়। তাই এ মৌসুমি ফলটি প্রতিদিন ভোলাসহ দেশের দক্ষিণ অঞ্চল থেকে চাষিরা বেশি দামের আশায় ঢাকায় নিয়ে আসেন। লকডাউনেগাড়ী চলাচল সীমিত হওয়ায় নৌপথে ঢাকার বুড়িগঙ্গার বাদামতলী ঘাটে ছোট, বড় বিভিন্ন নৌকায় তরমুজ নিয়ে আসা হচ্ছে।
বুড়িগঙ্গার বাদামতলী ঘাট থেকে ছবি গুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।




























