মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

রসালো তরমুজে বাজার সয়লাব

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৩, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২৭, ৮ এপ্রিল ২০২১
রসালো তরমুজে বাজার সয়লাব

রসালো তরমুজে বাজার সয়লাব। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৮ এপ্রিল): গরমে উপাদেয় ও প্রশান্তির ফল তরমুজ। গ্রীষ্মে তরমুজের চাহিদা অনেক বেশি থাকায় দেশের বিভিন্ন জেলায় তরমুজ চাষ করা হয়। তাই এ মৌসুমি ফলটি প্রতিদিন ভোলাসহ দেশের দক্ষিণ অঞ্চল থেকে চাষিরা বেশি দামের আশায় ঢাকায় নিয়ে আসেন। লকডাউনেগাড়ী চলাচল সীমিত হওয়ায় নৌপথে ঢাকার বুড়িগঙ্গার বাদামতলী ঘাটে ছোট, বড়  বিভিন্ন নৌকায় তরমুজ নিয়ে আসা হচ্ছে।

বুড়িগঙ্গার বাদামতলী ঘাট থেকে ছবি গুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

নৌযান থেকে বাদামতলী ঘাটে তরমুজ নামানো হচ্ছে

নৌ শ্রমিকরা তরমুজ নামাতে ব্যস্ত সময় পার করছেন

শ্রমিকরা নৌকা থেকে তরমুজ মাথায় করে আরতে নিয়ে যাচ্ছেন

বিভিন্ন জেলা থেকে আসা তরমুজ পাইকার দেখছেন

ইঞ্জিন চালিত নৌকা থেকে তরমুজ নামানো হচ্ছে

ভ্যান গাড়ি থেকে তরমুজ আরতে নিয়ে যাওয়া হচ্ছে

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়