যাতায়াতে কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

যাতায়াতে কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সোমবার থেকে লকডাউন ও সরকারিভাবে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলগামী যাত্রীদের দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এছাড়া, অফিসগামী মানুষের গাড়ীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ বেশি ভাড়া দিয়ে সিএনজিতে আবার কেউ ঝুঁকি নিয়ে ভ্যান, লেগুনা ও পিক-আপ করেও অফিসে যাচ্ছে।
ছবিগুলো রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ এবং যাত্রাবাড়ী এলাকা থেকে তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।