বাড়ির দিকে ছুটছে মানুষ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়, ছবি: বিজনেস ইনসাইডার
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সারাদেশে দ্বিতীয় দফায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। এ ছাড়া সংক্রমণ রোধে সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে মাওয়া ফেরিঘাট ও কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড় এবং মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনায় সংক্রমণের মাত্রা লাগাম ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। রবিবার মাওয়া ফেরিঘাট ও কমলাপুর রেলস্টেশনের চিত্র।