রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আলু তোলার উৎসব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৯, ২১ মার্চ ২০২১   আপডেট: ১৭:১৮, ২১ মার্চ ২০২১
আলু তোলার উৎসব

সারি বদ্ধভাবে আলু তুলতে ব্যস্ত নারী শ্রমিক। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২০ মার্চ): মুন্সীগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। চলতি মৌসুমের আলু তোলা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই ছয় উপজেলার বিস্তীর্ণ আলুক্ষেত এখন কৃষকের পদচারণায় মুখর। কৃষকরা সারি সারি আলু তোলার পরে হিমাগার বা বিক্রির জন্য বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন। কৃষকদের কর্ম ব্যস্ততার এ ছবিগুলো মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে তোলা।

 

আলু তুলতে লাঙ্গল দিয়ে মাটি আলগা করছে দুই শিশু

 সারি বদ্ধভাবে আলু তুলতে ব্যস্ত নারী শ্রমিক

আলু তোলার পর ক্ষেতের পাশেই স্তুপ করে রাখা হচ্ছে

আলু তোলার পর গন্তব্যের পথে চাষিরা

ভ্যান গাড়িতে আলু তুলতে ব্যস্ত দুই চাষি

আলু বস্তায় ভরে বাড়িতে নেওয়ার প্রস্তুতি

হিমাগারের উদ্দেশ্যে বস্তাভর্তি আলু বাইসাইকেলে নিয়ে যাচ্ছেন চাষিরা

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়