বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বাহারি সাজে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
বাহারি সাজে বসন্ত বরণ

ছবিঃ বিজনেস ইনসাইডার বিডি

ঢাকা (১৪ ফেব্রুয়ারি): আজ পহেলা ফাল্গুন। পলাশ, শিমুল গাছে লেগেছে আগুন রঙের খেলা। সেইসঙ্গে প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে নগরবাসীও সেজেছে লাল হলুদে। খোঁপায় লাল গোলাপ, পাশে প্রিয়জন, বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে চলছে দিবসটিকে স্মৃতিময় করে রাখার চেষ্টা।

প্রতিবছর জাঁকজমকভাবে উদযাপিত হলেও এবছর করোনা মহামারীর কারণে সে উৎসবে কিছুটা ভাটা পড়েছে। তবে এর মধ্যেও স্বল্প পরিসরে পালিত হচ্ছে বসন্ত উৎসব। রবিবার উৎসব উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে ছবিগুলো তোলা হয়।

পহেলা ফাল্গুনে রঙ্গিন সাজে সেজে প্রিয়জনদের সাথে নিয়ে উৎসবে মেতেছেন তরুণ তরুণীরা

বসন্তবরণে বাহারি রঙের ফুল প্রিয়জনের মাথায় পরিয়ে দিচ্ছেন এক তরুণী

বসন্তবরণের জন্যে ফুল বিক্রেতার কাছ থেকে ফুল কিনছেন ঘুরতে আসা তরুণীরা

পহেলা ফাল্গুণে লাল হলুদ শাড়ি পরে মোবাইলে ছবি তুলে সৃতি ধরে রাখার চেষ্টা

রঙ্গিন সাজে কেউ সেলফি তুলছেন আবার কেউ মোবাইলে নিজেদের ছবি দেখছেন

সোহরাওয়ার্দি উদ্যানে প্রিয়জনের হাতে হাত রেখে দুজন দুজনের ছবি তুলছেন

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়