মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপরিকল্পিত পার্কিংয়ে দুর্ভোগ-যানজট

নিজস্ব আলোকচিত্রী || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৯, ৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:১৯, ৭ জানুয়ারি ২০২১
অপরিকল্পিত পার্কিংয়ে দুর্ভোগ-যানজট

ছবি: বিজনেস ইনসাইডার

বুধবার (৬ জানুয়ারি): সড়ক দখলের এ চিত্রটি পুরান ঢাকার ইংলিশ রোডের ঠিক বংশাল থানার সামনে। পুলিশ ভ্যান, বিভিন্ন সময়ে জব্দ করা মোটরসাইকেল ও রিকশা রাস্তার ওপরেই পার্ক করে রাখা। যা রাস্তাটির প্রায় অর্ধেক অংশই দখল করে রেখেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে এখানকার রাস্তায় চলাচলকারীদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয়। ছবিগুলো রাজধানীর বংশাল এলাকা থেকে বুধবার তোলা হয়েছে।

বিভিন্ন সময়ে জব্দ করা মোটরসাইকেলগুলো থানার সামনেই পার্ক করে রাখা

থানার পাশেই ফার্নিচারের দোকানের আসবাবপত্রগুলো রাস্তার ওপর রাখা

রাস্তার প্রায় অর্ধেক জুড়ে পুলিশ ভ্যান, মোটরসাইকেল ও আসবাবপত্র রাখা

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়