সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বছরের প্রথম দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪২, ২ জানুয়ারি ২০২১  
বছরের প্রথম দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়

ছবি: বিজনেস ইনসাইডার

বছরের প্রথম দিনে পরিবার-পরিবজন, বন্ধু-বান্ধব নিয়ে রাজধানীর হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন দর্শনার্থীরা। গেল বছরের জরা-জীর্ণতাকে পেছনে ফেলে শহরের বিভিন্ন পার্ক, হাতিরঝিল এবং ফুলের ছিল নতুন বছরের আমেজ। এদিনে পার্ক ও হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশ ছিলো।

ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে ফুলের দিকে ইশারা করছেন বিক্রেতা

দোকানে বাহারি ফুল সমাহার নিয়ে অপেক্ষায় আছেন বিক্রেতারা

ফুলের স্টিক তৈরি করছেন একজন দোকানী

দোকান থেকে পছন্দ অনুযায়ী ফুল খুঁজছেন ক্রেতা

পছন্দ অনুযায়ী প্রিয়জনের জন্য ফুল গুচ্ছ হাতে একজন রমণী

হাতিঝিল ব্রিজের ফুটপাতে অবস্থান করে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা।

নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করেছে হাতিরঝিলে। নিজের বাচ্চাদের জন্য হকারদের কাছ থেকে বেলুন কিনছেন আগতরা।

লকডাউনের পরে একটি কোলাহলপূর্ণ বিকেল ফিরে পেয়েছে হাতিঝিল। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়