সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দূষণ ও দখলে জর্জরিত বুড়িগঙ্গা

নিজস্ব আলোকচিত্রী || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫২, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:১৩, ২৩ ডিসেম্বর ২০২০
দূষণ ও দখলে জর্জরিত বুড়িগঙ্গা

দূষণ ও দখলে জর্জরিত বুড়িগঙ্গা

সীমাহীন দূষণের কারণে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন মৃত নদী। শিল্পবর্জ্য, পয়োবর্জ্য সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। এতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি। দূষণ কবলিত বুড়িগঙ্গার পানি ধারণ করেছে কালো বর্ণ। পানি থেকে ছড়ানো গন্ধে অতিষ্ঠ দুইপাড়ের মানুষ।

দখলদারদের হাত থেকে রেহাই পায়নি বুড়িগঙ্গার খালগুলোও। একসময়কার টলমলে পানির খালগুলো এখন পরিণত হয়েছে দুর্গন্ধযুক্ত নালায়। বুড়িগঙ্গার আদি চ্যানেলে কামরাঙ্গীচরের খালুনগর খাল থেকে তোলা ছবি।

খালের জায়গা দখল করে করা হচ্ছে চাষাবাদ ও গড়ে উঠেছে স্থাপনা

অবৈধভাবে দখলকৃত স্থানে গড়ে উঠেছে রিক্সা-ভ্যানের গ্যারেজ

ময়লা-দুর্গন্ধযুক্ত কালো পানিতে নদী পারাপার হচ্ছে স্থানীয় মানুষেরা

বুড়িগঙ্গাতে ভাসছে ময়লা-আবর্জনা

নদীর পানিতেই ধোয়া হচ্ছে মাছের আঁশ

 বুড়িগঙ্গার খালগুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়