সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত ও বাংলাদেশের মধ্যে সাত সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৭, ১৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:১৯, ১৭ ডিসেম্বর ২০২০
ভারত ও বাংলাদেশের মধ্যে সাত সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ ডিসেম্বর): ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক শুরুর আগেই এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। ঢাকায় ভারতের পক্ষে এসব সমঝোতায় স্বাক্ষর করেছেন ভারতের হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামী।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা গুলোর মধ্যে রয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের সঙ্গে সিইও ফোরাম, কৃষি মন্ত্রনালয়ের সঙ্গে সহযোগিতা, জ্বালানি মন্ত্রনালয়ের সঙ্গে হাইড্রোকার্বন বিষয়ে সহযোগিতা, পরিবেশ মন্ত্রনালয়ের সঙ্গে হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কমিউনিটি ডেভলপমেন্ট ও বরিশালের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত সহযোগিতা যুক্তি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়