সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩১, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:০০, ১৫ ডিসেম্বর ২০২০
করোনায় ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা (১৫ ডিসেম্বর): সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২৯ জনে।  মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ১ হাজার ৮৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে। এ সময়ে ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৩২টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫৪টি।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪০ জনের মধ্যে ২৬জন পুরুষ এবং ১৪জন নারী। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়