সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপির মদদে ভাস্কর্যের ঘটনা : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫১, ১৪ ডিসেম্বর ২০২০  
বিএনপির মদদে ভাস্কর্যের ঘটনা : ওবায়দুল কাদের

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৪ ডিসেম্বর): বিএনপির মদদে ভাস্কর্যের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপির নিরবতার কারণ তো পরিস্কার। পেছন থেকে তারা মদদ দিচ্ছে। তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত।’

সোমবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্সেন জবাবে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবি দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনও ডালাপালা বিস্তার করে আছে, তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটিত করবো।’

এসময় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

পরে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়